ফারুক মিয়া:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ শাল্লা শাখার উদ্যোগে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিজ্ঞ আইনজীবী শিশির মনির সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় শাল্লা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রমিক ফেডারেশনের শাল্লা থানা সভাপতি আনোয়ার হুসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মনতাজুল হাসান, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শাল্লা শাখার সভাপতি নুরে আলম ছিদ্দিকী, শাল্লা থানা শাখার সেক্রেটারী মোহাম্মদ আবুল খায়ের, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, শাহিনুল ইসলাম প্রমুখ। এ সময় শাল্লা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইফতারে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শাল্লা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আতাউর রহমান। দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিজ্ঞ আইনজীবী এডভোকেট শিশির মনিকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে পিছিয়ে পড়া দিরাই শাল্লাবাসীর কল্যানে কাজ করার সুযোগ দেয়ার আহবান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন ।