স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বন্যায় কবলিত ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্রদের মাঝে পুবালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের দেখার হাওরপাড়ে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মুখে বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পুর্বাঞ্চল ও প্রিন্সিপাল অফিসের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। সার্বিক তদারকিতে ছিলেন পুবালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার অতুল মৈত্র। বিশেষ অতিথি ছিলেন শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েটের শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান মোহাম্মদ মোশাহিদ উল্লাহ, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো: মাহমুদুন নবী। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে চাল, ডাল, লবন, ভোজ্য তেল, পিঁয়াজ, আলু ছিল। ৫শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, পুবালী ব্যাংক শুধু ব্যবসাই করে না। দুর্যোগে সাধারন মানুষের পাশে দাড়ায়। দেশের প্রতিটি ভিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান যদি বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে কোন মানুষই না খেয়ে থাকবে না এবং সকল দুযোর্গই মোকাবেলা করা সম্ভব।