ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজে ছাত্রলীগের হামলায় শিবির নেতা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ৪ ডিসেম্বর সকাল ১১ঘটিকায় কলেজ ক্যাম্পাসে।
কলেজ সুত্র জানায়, ছাতক আব্দুল হক ডিগ্রী কলেজের ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের রুকন, আশরাদ, বাকের এবং রবিউলের নেতৃত্বে কলেজ শাখার ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার ইমনের উপর নৃশংসভাবে হামলা চালিয়ে তার বাম হাতের আংগুল ভেঙ্গে দিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইমনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গুরুতর আহত ইমনের বাবা নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ছেলেকে ছাত্রলীগের ক্যাডাররা মারাত্মকভাবে ফোলা জখম এবং তার বাম হাতের আংগুল ভেঙ্গে দিয়েছে। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা আল শাহরিয়ার ইমন গুরুতর আহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।