সিলেট সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার দুপুরে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশী রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ বিভিন্ন রকম পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২১ লক্ষ ৬৩ হাজার ৭৭০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।