হাওরাঞ্চলের কথা :: সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারীসহ সাধারণ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
সিলেট সদর উপজেলার টুকের বাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন চা শ্রমীক নেতা রাজু গোয়ালা, আনারন প্রতীকে মোঃ সফিকু রহমান, চশমা প্রতীকে রফিক আহমদ।
সিলেট সদর উপজেলার খাদমি পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন মোঃ নজরুল আসলাম, ঘোড়া প্রতীকে বদরুল ইসলাম আজাদ, আনারস প্রতীকে মোঃ ছইদুর রহমান এনাম. বাইসাইকেল প্রতীকে জেপি নেতা ইফতেখার আহমদ লিমন, অটোরিক্সা প্রতীকে মোহাম্মদ আবু সাইদ, মটর সাইকেল প্রতীকে মোঃ আব্দুল কাদির, চশমা প্রতীকে মোঃ মহি উদ্দিন, হাতপাখা প্রতীকে মো” রফিকুল ইসলাম।
সিলেট সদর উপজেলার খাদমি নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন ইকবাল আহমেদ, চশমা প্রতীকে বর্তমান চেয়ারম্যান দিলোয়ার হোসেন। প্রতীক পেয়ে প্রার্থীর-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।
আগামী ১৬ মার্চ সদর উপজেলার ৩ টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।