স্টাফ রিপোর্টার:
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে পাথরের নিচে লুকানো ২৯৮ বস্তায়, ১৭,৫২,২৪০/- (সতের লক্ষ বায়ান্ন হাজার দুইশত চল্লিশ) টাকার, ১৪,৬০২ কেজি ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক, দুই জন গ্রেফতার।
২৩/০১/২০২৫ খ্রিঃ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেনের তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়।
২৩ জানুয়ারি রাত অনুমান ২২.৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন নিপবন আবাসিক এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কিছু ব্যক্তি একটি ট্রাকের উপর পাথর দিয়ে ঢেকে তার নিচে ভারতীয় চিনি বহন করে সিলেট শহরের দিকে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ২২.৫০ ঘটিকায় দাসপাড়া মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
রাত ২৩.০৫ ঘটিকায় একটি হলুদ রঙের ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২২-৩৮৪৮) চেকপোস্টে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামে। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়। আটককৃত মালামাল: ১. একটি হলুদ রঙের ট্রাক, চেসিস নং- MAT395022J2R16700, ইঞ্জিন নং- B5.91451081G63712724, আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- টাকা। ২. ট্রাকের ওপর ৩/৪ সাইজের পাথর (পরিমাণ: ৪০ ফুট), আনুমানিক মূল্য ২,৮০০/- টাকা। ৩. পাথরের নিচে লুকানো ২৯৮ বস্তা ভারতীয় চিনি। প্রতিটি বস্তায় লেখা ছিল “WHITE CRYSTAL SUGAR, INDIA”। প্রতিটি বস্তার ওজন ৪৯ কেজি করে মোট ১৪,৬০২ কেজি, আনুমানিক মূল্য ১৭,৫২,২৪০/- টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। জব্দকালে ধৃত ব্যক্তিরা উক্ত মালামালের কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।
গ্রেপ্তারকৃতরা হলেন।
১. মোঃ নয়ন বিশ্বাস (৩৪), পিতা- মোঃ রুহুল কুদ্দুস মিন্টু, সাং- মধ্যকুল, থানা- কেশবপুর, জেলা- যশোর।
২. মোঃ আব্দুল্লাহ হোসাইন মুন্না (১৯), পিতা- মোঃ আব্দুল আজিজ, সাং- বাকশফুল, থানা- মনিরামপুর, জেলা- যশোর এবং জব্দকৃত মালামালের মালিক ০১ জন রয়েছে বলে জানায় তারা।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার এফআইআর নং-২৫, তারিখ-২৪ জানুয়ারি ২০২৫, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 অনুযায়ী মামলা রুজু হয়। গ্রেফতারকৃত‘দ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়ার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।