স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর ইলেক্ট্রি সাপ্লাই শাইনী স্টেপস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।
শনিবার দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর (অব:) তারেক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রভাষক বিলকিছ আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ ইন্সপেক্টর নজরুল ইসলাম, গ্লোবালটিভি’র সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার, শিক্ষানুরাগী আক্তার হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক তনয় দেয়, দেবী রাজলক্ষী তালুকদার ও সরমিলী রহমান নৌরিন। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক জয়শ্রী দাস চৌধুরী, আলেক মিয়া, আপরিন আহমদ চৌধুরী ও তিন্নী রানী দাস। বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর ২৪টি গ্রুপে ১৭৪টি পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।