সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত অপরাধ যেমন চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।গত ০২/০৩/২০২৫খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.১০ ঘটিকার সময় একজন নারী অপহরণের পর ধর্ষণের শিকার হয়ে ১। প্রদীপ দাস (৪৫), পিতা- মৃত ললিত দাস, ২। মোঃ আলা উদ্দিন (৩২), পিতা- মৃত আব্দুল হাসিম, উভয় সাং-কালাইরাগ, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটদ্বয়ের বিরুদ্ধে থানায় এসে এজাহার দাখিল করেন।এজাহার হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় কোম্পানীগঞ্জ থানাধীন ০৫নং উত্তর রণিখাই ইউনিয়নের অন্তর্গত কালাইরাগ সাকিনস্থ আসামী আলা উদ্দিন এর বসতবাড়ীর সামনে কাচা রাস্তার উপর হতে ভিকটিমকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী হাজীর বাগানের একটি গর্তের ভিতরে নিয়ে ১নং আসামি প্রদীপ দাস জোরপূর্বক ধর্ষণ করে এবং ০২নং আসামি আলা উদ্দিন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম আসামিদ্বয়ের চোখে-মুখে বালু ছিটিয়ে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে কোম্পানীগঞ্জ থানায় হাজির হয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-০৩/০৩/২০২৫খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোঃ ২০২০) ৭/৯(১)/৯(৪)(খ)/৩০ রুজু করা হয়।মামলা পরবর্তীতে গত ০৩ মার্চ ২০২৫ দুপুর ০১.১৫ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশেরে একটি আভিযানিক দল এজাহারনামীয় আসামীদ্বয়কে তাহাদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে।