সিলেটের র্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে ১ জন, জকিগঞ্জ থেকে ১ জন ও হবিগঞ্জের মাধবপুর থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করেছে র্যাব।র্যাব-৯ এর মিডিয়া অফিসার, এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, শনিবার দিবাগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৭০৫ পিস ইয়াবাসহ ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে জকিগঞ্জের মালিগ্রামের মৃত মছনের ছেলে। একই রাত ১০টা ৪৫ মিনিটের সময় সিলেট এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল বাজার থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক বোরহান উদ্দিন (৩২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্যামপুর এলাকায় আরেক অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সিফাত আলী (৪২), সুলতানপুর গ্রামের মৃত মিয়াব আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।