স্টাফ রিপোর্টার:
সিলেটে মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগের ইউনিযণ যুগ্ম আহবায়ক হাফিজুর রহামন জাবের কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্র জানায়, গেল ২৩ মার্চ ভোর সাড়ে ৫টায় নগরীর নাইওরপুর এলাকায় ২০/২৫ জনের একটি দল মিছিল বের করে। যা স্যোশাল মিডিয়ায় প্রচার করা হয়। পরবর্তীতে সিলেট পুলিশ কমিশনারের নির্দেশনায় বিভিন্ন মাধ্যম হতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোনার মাধ্যমে মিছিলে অংশগ্রহনকারীদের সনাক্ত করা হয়।
২৫ মার্চ ভোরে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় অভিযান চালিয়ে সতরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান জাবের (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়। সে বর্ণি গ্রামের হেলাল উদ্দিন এর পুত্র। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এসএমপি’র মিডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সতরপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান জাবেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।