1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

সিলেটে চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছগিরকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট করা হয়েছে শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
সিলেটে চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছগিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় সিলেট নগরীর শাহপরান থানাধীন উপশএলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত দাসের নেতৃত্বে এএসআই হামিদুলসহ একদল পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নাম ছগির আহমদ। সে বিশ্বনাথ থানার আমতৈল (জলকার) গ্রামের হাজী জোনাব আলীর পুত্র। তার বিরুদ্ধে শাহপরান থানার মামলা নম্বর ৩১/২০২৪, ধারা : এনআই এক্ট র ১৩৮ ধারা। পরবর্তীতে মামলাটি সিআর (শাহপরান) নম্বর ৫৯৬/২৪ পরিনত হয়।
মামলার বিবরন সুত্রে জানা যায়, মেসার্স কবিতা সু স্টোরের এর স্বত্বাধীকারী মো: শাহ আলম বাদী হয়ে সিলেট অতিরিক্ত চীপ মেট্রোপলিটন আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ তদন্তর্পূবক ঘটনার সত্যতা পেয়ে আসামীর বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন শাহপরান থানা পুলিশ।
আরও জানা যায়, মামলার বিবাদী একজন প্রতারক, ঠক, ও ধুরন্ধর পরধন লোভী প্রকৃতির লোক এবং মামলার বাদী একজন পাইকারী জুতা ব্যবসায়ী । আসামীর সহিত ব্যবসার সুত্র ধরে পরিচয়ের সুবাদে বাদীকে জুতা সরবরাহের আশ্বাস দিয়ে বাদীর নিকট হইতে অগ্রীম ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা নগদ গ্রহন করেন। পরবর্তীতে বাদীকে নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকার মালামাল সরবরাহ করিলেও অবশিষ্ট মালামাল সরবরাহ না করে প্রতারনার আশ্রয় নেয় এবং বিচার শালিসের মাধ্যমে বাদীর পাওনা বাবদ ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা পরিশোধের নিমিত্তে আসামীর ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স এস.এন, ট্রেডার্স লিঃ নামীয় উত্তরা ব্যাংক লিমিটেড, শাহজালাল উপশহর শাখা, সিলেটের হিসাব CAF নং 087712200021832 এর চেক নং MA No. 0319248, তারিখ-০৮-১১-২০২৩ ইং টাকার পরিমান-৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা বাদীর বরাবরে একটি চেক প্রদান করেন এবং বাদী সরল বিশ্বাসে আসামীর প্রদত্ত চেক গ্রহন করেন। আসামীর প্রদত্ত উপরোক্ত টাকার পরিমাণ ও তারিখ যুক্ত চেক নগদায়নের জন্য বিগত ০৮/১১/২০২৩ ইং তারিখে বাদী সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করিলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তাহা Insufficient Fund & Cheque stop by A/C holder উল্লেখে Dishonor পূর্বক ফেরৎ প্রদান করেন। এমতাবস্থায় বাদী তাহার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আসামী বরাবরে ০৬/১২/২০২৩ ইংরেজী একখানা লিগ্যাল নোটিশ প্রদানের পরও পাওনা নিস্পত্তি না করায় বাদী আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত আসামীর বিরুদ্ধে সমন ইস্যু করেন এবং আদালতের প্রতি অবজ্ঞা করে দীর্ঘ দিন আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ সাক্ষ্য প্রমানিত হওয়ায় আদালত আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন এবং ৪ লক্ষ ৮০ হাজার টাকা পরিশোধের নির্দেশনা প্রদান করেন। আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে আদালতের নির্দেশ উপেক্ষা করে পালিয়েছিলেন। বাদির পাওনা পরিশোধ না করা হলে কারাদন্ড ভোগ করতে হবে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডবোকেট বিএন বিশু।
আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান,আসামীর বিরুদ্ধে সাজার ওয়ারেন্ট ছিল এবং সে দীর্ঘ দিন পালিয়ে ছিল। তাকে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন