জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারে গত ৩০শে মার্চ সরকারি ইজারাকৃত বাজারের নির্ধারিত সীমানার বাহিরে অবৈধভাবে গড়ে উঠা ভারতীয় পশুর হাঁট উচ্ছেদের পর আজ ঈদের দ্বিতীয় দিন তামাবিল মহাসড়কের হরিপুর বাজারের দুইপাশে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশনা দিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১লা এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট দুপুরে মাইকিং করে হরিপুর বাজারে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্হাপনা সমুহ বিকেল ৪ টার মধ্যে সরানো নির্দেশনা প্রদান করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করার পরপরই স্হানীয় ব্যবসায়ীরা দোকান পাট থেকে পন্য সামগ্রি সরানোর কাজ শুরু করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিপুর বাজারে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জমিতে গড়ে উঠা দোকানপাঠ হতে ব্যবসায়ীরা স্টেশনারী, ইলেকট্রনিক পন্য,কাচামাল, রেষ্টুরেন্ট আসবাবপত্র, ভলগেনাইজিং ওয়ার্কশপ যন্ত্রপাতি সমুহ সরিয়ে নিচ্ছেন। এ সময় হরিপুর ব্রীজ থেকে মুল মহাসড়ক হয়ে তাড়ুহাঁটি ভাতের হোটেল এলাকা পর্যন্ত এই মালামাল সরানোর কর্মব্যাস্ততা লক্ষ্য করা যায়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, বিকেল ৪ টায়র মধ্যে সকল ব্যাবসায়ী যারা অবৈধভাবে স্হাপনা গড়েছেন তাদের সরে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান সন্ধ্যার আগে সড়ক ও জনপদ বিভাগ ও জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা নিয়ে হরিপুর বাজার এলাকা পরিদর্শন করবেন বলেও তিনি নিশ্চিত করেছেন।