1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় ছিল : খন্দকার মুক্তাদির প্রবাসীরা আমাদের দেশের অমূল্য সম্পদ : এম এ মালিক নির্বাচন যত দেরী হবে দেশ তত পিছিয়ে যাবে- সিলেটে মির্জা ফখরুল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা চাই- জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভোক্ত দুইজন আসামি গ্রেপ্তার মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় কাপড়সহ একজন গ্রেপ্তার অস্ত্র-বিস্ফোরক ও সাইবার মামলার আসামী প্রতারক মামুনকে গ্রেফতারে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিলেটে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যবসায়ী ও সাংবাদিক কাওছার জামিনে মুক্ত : তদন্ত কমিটি গঠিত

গোলাপগঞ্জের ইউএনও নিজের আদেশ অমান্য করে দেয়াল ভাঙ্গায় ডিসি’র কাছে নালিশ করেছে ক্ষতিগ্রস্থ

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার:

সিলেট গোলাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনা (ভুমি), সার্ভেয়ার, কানুনগো ও তপশীলদারের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে পাকা দেয়ার ভাঙ্গার অভিযোগে সিলেট জেলা প্রশাসক বরাবরে লিখিত নালিশ দায়ের করেছেন রাসেল হাসান নামের এক ক্ষতিগ্রস্থ ব্যক্তি। অভিযোগটি দায়ের করেন ১৫ জুন ২০২৫ইং তারিখে।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানায়, গোলাগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের রাসেল হাসান ও তোফায়েল আহমদ এর মধ্যে বাড়ীর সীমানা প্রাচির নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। হাসান মিয়ার বিরুদ্ধে একই গ্রামের মৃত হাজী সিকন্দর আলীর পুত্র তোফায়েল আহমদসহ কয়েকজন সরকারী খাস জমি দখল করে রাস্তা ও সীমানা প্রাচীর নির্মান করে সাধারন মানুষের চলাচলে বিঘেœর সৃষ্টি করলেও উল্টো রাসেল হাসানসহ আরও কয়েজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গোলাপগঞ্জ বরাবরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী বিবিধ ০২/২০২৫নং মামলা দায়ের করিলে গত ১৬/০৪/২০২৫ইং তারিখে ৪নং আদেশ মুলে তোফায়েল আহমদ এর দায়েরকৃত মামলাটি নথিজাত করার আদেশ দেন করেন গোলাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট। উক্ত মামলায় বর্ণিত আদেশের পর্যালোচনায় গোলাপগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট দরখাস্তকারী ২য় পক্ষকে পাকা দেওয়াল অপসারনের জন্য ১৫/০৬/২০২৫ইং তারিখ পর্যন্ত নিজ খরচে অপসারনের আদেশ প্রদান করেন। অথচ বর্ণিত সময় অতিবাহিত হওয়ার পুর্বেই নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাপগঞ্জসহ ভুমি অফিসের কর্মকর্তারা জোরপূর্বক বেআইনীভাবে গত ১৬/০৪/২০২৫ইং তারিখের ৪নং আদেশ অবমাননা (ঠরড়ষধঃব) করিয়া দেওয়াল ভেঙ্গে/অপসারন করিয়া তোফায়েল আহমদকে সরকারি খাস সম্পত্তি ও দরখাস্তকারীদের স্বত্ব দখলীয় মালিকানাধীন দেওয়ানী মোকদ্দমা চলমান ভূমিতে জোরপুর্বক বেআইনীভাবে দখলের সুযোগ সৃষ্টি করে দেন। নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত আদেশটি পালনের সুযোগ না দিয়ে কিংবা গত ১৫/০৬/২০২৫ইং তারিখ অতিবাহিত হওয়ার পূর্বেই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ গোলাগঞ্জের ভুমি কর্মকর্তারা আইন আদালতের আদেশ ভঙ্গ করে বেআইনী কাজ করিয়াছেন। যাহা আইন আদালতের ও ন্যায় বিচারের পরিপন্থি। ইহাতে দরখাস্তকারীদের মান সম্মানসহ অপূরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। দরখাস্তকারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাপগঞ্জ এর বিবিধ ০২/২৫নং মামলার গত ১৬/০৪/২০২৫ইং তারিখের আদেশে সংক্ষুব্দ হইয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেটে গত ০১/০৬/২০২৫ইং তারিখে বিবিধ আপীল মোকদ্দমা দায়ের করেন। যাহা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট আদালতে চলমান রয়েছে। বর্ণিত মামলা মুলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলার ৯৫নং জে, এল স্থিত গোটারগাঁও মৌজার ১নং খাস খতিয়ানের ৬২৫ নং দাগের সম্পূর্ণ ভুমির অবৈধ দখল উচ্ছেদ না করিয়া বেআইনী কাজ করে তাঁর উপর অর্পিত দায়িত্ব অবহেলা করেছেন এবং প্রতিপক্ষের দ্বারা বাধ্যবশীভুত হইয়া নিজের, উক্ত দাগে অবৈধ দখলদারদের নিকট থেকে অন্যায় সুবিধা/অর্থ গ্রহণ করিয়া দুর্নীতির সাথে জড়িত রহিয়াছে। যাহাতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট, সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার, কানুনগো, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভাদেশ্বর) প্রত্যক্ষভাবে দুর্ণীতির সাথে জড়িত থাকিয়া ভুমিখেকো তোফায়েলের আহমদ এর নিকট হইতে মোটা অংকের আর্থিক লেনদেন গ্রহণ করিয়া বেআইনী কাজ করিয়াছেন। সংঘত করাণে বাংলাদেশের চলমান সংস্কার কার্যাবলীর মাধ্যমে জনগণের নিকট সৎ, দক্ষ, নিরপেক্ষ ও দুর্ণীতিগ্রস্থ নহে মর্মে উপজেলা প্রশাসন হিসাবে গড়ে তুলার অন্তরায় হিসাবে বর্ণিত সরকারি কর্মকর্তাগণ অসাধুভাবে লাভবান হইয়া নিজেই নিজের আদেশ ভঙ্গ করিয়া আইন আদালতকে প্রশ্নবিদ্ধ করিয়াছেন। সংঘত কারণে বর্ণিত বিষয়ের সিসিটিভি ফুটেজ ও ভিডিও রেকর্ড, স্থিরচিত্র এবং প্রত্যক্ষদর্শী রেকর্ডপত্রে স্বাক্ষর প্রমানাদি রহিয়াছে।

এ ব্যাপারে অভিযোগকারী রাসেল হাসান জানান, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজের দেয়া আদেশ ভঙ্গ করে আমাদের স্বত্বদখলীয় ভুমির উপর নির্মিত দেয়াল ভেঙ্গে অপরপক্ষকে সুবিধা দেয়ার অভিযোগে সিলেটে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি। উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজের ব্যক্তিগত লাভবানের কারণে আমাদের দেয়াল ভেঙ্গে আমাদের প্রতিপক্ষকে সুযোগ দিয়েছেন। আমি জেলা প্রশাসকের কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে গোলাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন চন্দ্র পাল জানান, যে জায়গাটা উদ্ধার করা হয়েছে সেটা সরকারী খাস জমি। মামলায় জড়িত ও ব্যক্তি মালিকানাধীন কোন জায়গা থেকে অবৈধস্থাপনা উদ্ধার করা হয়নি। সরকারী জমি সরকারী কাজে ব্যবহারের জন্য উদ্ধার করা হয়েছে। কোন পক্ষকে বিশেষ সুবিধা দেয়ার জন্যও এটা করা হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন