কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ১৩৭ বস্তা ভারতীয় চিনিসহ একজন গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্র জানায়, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। ১১ ফেব্রুয়ারি ভোর অনুমান ০৫.২৫ ঘটিকার সময় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযানে পৌরসভার অন্তর্গত বায়মপুর এলাকার শাহবাগ-কানাইঘাট পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১টি ড্রাম ট্রাক ভর্তি ১৩৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৩৮)। সে গোয়াইনঘাট উপজেলার বারকিপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে থানা পুলিশ কাজ করছে। কোনভাবেই চোরাচালান করতে দেয়া হবে না।