স্টাফ রিপোর্টার:
সিলেটের কাজিরবাজার সেতুর উপর ট্রাকের চাপায় তিনটি সিএনজিকে ধাক্কা দিয়ে ৩জনকে আহত করেছে।
রবিবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা হলেন- দিনাজপুরের রিক্সা চালক জাকিরুল ইসলাম(৩৫), রিক্সার যাত্রী রহিমা আক্তার জেসি(২৭) অপরজনের নাম জানা যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, অনুমান সকাল ১১টার দিকে সিলেট ড ১১-১৭৯৯ ট্রাকটি দক্ষিন সুরমা থেকে সিলেট শহরে প্রবেশের সময় একটি রিক্সা ও দুটি সিএনজিকে চাপা দিয়ে পিষ্ট করে ফেলে। এসময় একটি রিক্সায় যাত্রীসহ চালক গুরুতর আহত হয়। তবে সিএনজি দুটিতে কোন যাত্রী না থাকায় বড় ধরনের দুঘটনা ঘটেনি। ট্রাকটিকে পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে যায়।
এ সময় শহর পুলিশ ফাড়ির এসআই মো: আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিন সুরমা থেকে দ্রæতগামী একটি ট্রাক শহরে প্রবেশের সময় দুটি সিএনজি ও একটি অটোরিক্সাকে ছাপা দিয়ে ধুমরে মুছড়ে যায়। রিক্সায় থাকা চালক ও যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ডা: কৃষ্ণ ভৌমিক জানান, রোগীর অবস্থা খুবই খারাপ। চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ফিরতে ৭২ঘণ্টা সময় লাগবে।