সিলেট বিভাগে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের হাতে ১৪ জন গ্রেফতার হয়েছেন। এরমধ্যে অসামাজিক কাজের জন্য ৬ জন, শিশু অপহরণের দায়ে ৩ ভাই, ৩ ছিনতাইকারী, ইয়াবাসহ ১ জন এবং হত্যা মামলার ১ আসামী রয়েছেন।জানা যায়, সিলেট নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে পাঁচ নারীর সাথে এক যুবককে আটক করা হয়েছে। আটক পাঁচজনই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)।সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গার্ডেন টাওয়ারের ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জনকে আটক করা হয়।এদিকে, হবিগঞ্জে নাহিদুল ইসলাম শিপন (৮) নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন সহোদরকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনী। রোববার (১৬ মার্চ) বিকেলে ওই শিশুর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।এরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার উত্তরসাঙর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাদেন মিয়া (২৪), শাহ আলম (২২) ও শাহনুর মিয়া (২০)। শিশু শিপন শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনির বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশা চালক লিটন মিয়ার ছেলে।সিলেট নগরীর বন্দরবাজার থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ছোরা ও ১০২ পিস ইয়াবা। রবিবার বেলা দেড়টার দিকে বন্দরবাজার জেলখানার পুরাতন ডরমেটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলৈ রুবেল আহমদ (২৭)। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের লতিবপুরে।এদিকে, দক্ষিণ সুরমা থানা থেকে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার ভোরে দক্ষিণ সুরমা থানাধীন শাহ সিকান্দার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফিক (৩৫) দক্ষিন সুরমা থানার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। তার বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।অপরদিকে, ১৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ। শনিবার গভীর রাতে শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটকৃত আসামী পৌরসভার ঘাগটিয়া গ্রামের মৃত আদরিছ মিয়ার ছেলে মো: জুয়েল মিয়া (৪০)।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে পৌরসভার হারানপুর এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রের মাধ্যমে জানতে পায় শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করতেছে। তাৎক্ষণিক দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে এসআই (নিরস্ত্র) মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর হতে ১৮০ পিছ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মো: জুয়েল মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।তাছাড়া, হবিগঞ্জে তাজুল হত্যা মামলার আসামি মারুফকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-৯। গ্রেফতার মো. মারুফ মিয়া (৩৭) হবিগঞ্জের বাহুবল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।