স্টাফ রিপোর্টার: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।
শনিবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সাংবাদিক মকসুদ আহমদ সিলেটের সাংবাদিকতার অঙ্গনে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় কলম সৈনিক ছিলেন। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।
নেতৃবৃন্দ মরহুম মকসুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মকসুদ আহমদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার দুপুর আড়াইটায় মইয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।