রাস্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
শুক্রবার (২১ মার্চ) শাহপরাণ (রহ.) মাজার গেইটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী শ্রমিক দল শাহপরাণ থানার পক্ষ থেকে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তারা ঐ প্রতিষ্ঠানে বসে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষে সবার ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
শাহপরান থানা শ্রমিক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহপরাণ থানা বিএনপি আহবায়ক আব্দুল মুনিম, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, নবগঠিত শাহপরান থানা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, শাহপরান থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, দুলাল আহমদ দিলু, লোকমান আহমদ, সাব্বির আহমদ, মিলন মিয়া, আব্দুর রব প্রমুখ।