মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লক্ষ টাকা ছিন্তাইয়ের ঘটনা ঘটেছে।
বুুধবার (৪ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, বিকাশ কর্মী খলিলুর রহমান আক্তার (২৮) বিকাশ এজেন্ট থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেলে উঠার সময় অন্য এক মোটরসাইকেলে আসা ২ ছিনতাইকারী তার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বিকাশকর্মী বাধা দিলে তার পায়ের ৪টি স্থানে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে দ্রæত পালিয়ে যায়। আহত খলিলুর রহমানকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল পরে মৌলভীবাজার সদর হাসপালে পাঠানো হয়।
বিকাশকর্মী খলিলুর রহমান আক্তার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের আব্দুল ওয়াহিদ এর ছেলে।