মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর দেওয়া ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেছেন বিএনপি নেতাকর্মীসহ হাজার-হাজার মানুষ।
গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বাজারে মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা কর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন মো. মহসিন মিয়া মধু।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিফের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম এর সঞ্চালনায় এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য, মকবুল হোসেন, আব্দুল মোছাব্বির, এমদাদুল হক, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিলাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহবায়ক কমিটির সদস্য টিটু দাস, নজরুল ইসলাম, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত রবিন, সিন্দুরখান ইউনিয়নের উইপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন।