সোমবার সকালে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য্য। নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন। নির্বাচন অনুষ্ঠানকালে শাহ্ খুররম ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর ও বিদ্যোৎসাহী সদস্য এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অধ্যাপিকা কানিজ ফাতেমা তাকে ভোট দিয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।