মোঃ ফারুক মিয়া:
বাংলাদেশ পুলিশ শাল্লা থানার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শাল্লা থানা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন শাল্লা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হক। এ সময় দেশের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।