সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিএনপির সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।শাল্লা উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছে সিরাজুল ইসলাম সিরাজ। ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, ২য় যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ৩য় যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস ও ৪র্থ যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম।শাল্লা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনায় দলীয় লোকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলার যুব দলের আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেস চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠন সম্মিলিত ভাবে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। আমাদের এখানে অনেক যোগ্য ও ত্যাগী নেতা রয়েছেন। আমরা চেষ্টা করেছি যোগ্য ও ত্যাগীদের নিয়ে কমিটি করার। তারপরও আরো অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন পরবর্তীতে উনাদেরকে আমরা কমিটিতে নিয়ে আসব