হাওরাঞ্চলের কথা :: তুরস্ক-সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্যাপ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা বিতরণ শেষে দেশে আসলে ক্যাপ ফাউন্ডেশনের পেট্রোন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এসময় নাদেল বলেন, তুরস্ক-সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাৎক্ষনিকভাবে সেনাবাহিনীর একটি দল তুরস্কে গিয়ে উদ্বার কাজে সহযোগিতা করেছে। ক্যাপ ফাউন্ডেশন শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও ক্যাপ ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ক্যাপ ফাউন্ডেশনের মতো বিশ্বের অন্যান্য দেশও তুরস্ক-সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাঁশে এসে দাড়িয়েছে। তুরস্ক-সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝেও ক্যাপ ফাউন্ডেশন ত্রাণ সহায়তা বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুস শহীদ মুহিত, ক্যাপ ফাউন্ডেশনের এডভাইজার ব্যারিষ্টার ময়নুল ইসলাম, সমাজ সেবক আরিফ আহমদ সুমন, ক্যাপ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর দেলোওয়ার হোসেন, ক্যাপ ভলেন্টিয়ার দিপক অধিকারী, সুমন তালুকদার, তানিম আহমদ, মেহেদি আহমদ, রিজবী আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি