স্টাফ রিপোর্টার: চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬ নং লালাবাজার ইউনিয়নে আইন—শৃঙ্খলা রক্ষায় নাগিরক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
লালাবাজার ইউপি চেয়ারম্যান মো. তোয়াজিদুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের সকল সাধারণ ও নারী সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রতি ওয়ার্ডের শীর্ষ মুরুব্বি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সাংবাদিক ও যুবসমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নাগরিক কমিটিতে সংযুক্ত করা হয়।
লালাবাজার ইউনিয়নে শান্তি—শৃঙ্খলার স্থিতিশীলতায় সভায় পরামর্শমূলক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছন্দান, লালাবাজার ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ড সদস্য মো. রৌশন মিয়া, ১ নং ওয়ার্ড সদস্য বেলাল মিয়া, ২ নং ওয়ার্ড সদস্য হোসাইন মিয়া মুক্তা, ৩ নং ওয়ার্ড সদস্য মোক্তার আহমদ, ৪ নং ওয়ার্ড সদস্য মো. ইছাক আলী, ৫ নং ওয়ার্ড সদস্য লোকমান আহমদ, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, ৭ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির, ৯ নং ওয়ার্ড সদস্য শেখ শামীম, সাংবাদিক রেজাউল হক ডালিম, সংরক্ষিত ওয়ার্ড সদস্য শিশুবান বেগম, মোছা. হাছনা আক্তার ও সেলিনা বেগম এবং বিশিষ্ট মুরুব্বি গৌছ আলী ও কয়েছ আহমদ প্রমুখ।