সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোয়াজিদুল হক তুহিন অসুস্থতাজনিত কারণে আজ থেকে ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মনির। সোমবার দুপুরে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন তোয়াজিদুল হক তুহিন। এসময় মনিরকে ফুল দিয়ে বরণ করে নেন পরিষদের বাকি সদস্যরা।
ভারপ্রাপ্ত হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নজরুল ইসলাম মনির।
এর আগে ৯ অক্টোবর পরিষদের এক সভায় সব সদস্যের সম্মতিতে মনিরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে।
২০২১ সালের ২৮ নভেম্বর লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎক্ষালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তোয়াজিদুল হক তুহিন বিজয়ী হন। বর্তমানে তিনি অসুস্থতার কারণে কয়েকদিনের ছুটিতে গেছেন। ফলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মনির।
মনির লালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের (নাজিরবাজার এলাকার) কুতুবপুর গ্রামের মৃত জাহির আলীর ছেলে। তিনি এ ওয়ার্ড থেকে মোট দুইবার সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১১ সালে নিকটত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদৌস আহমদ ও ২০২১ সালে আবু বকরকে পরাজিত করে ইউপি সদস্য নির্বাচিত হন নজরুল ইসলাম মনির। প্রতিবারই সুষ্ঠুভাবে ইউপি সদস্যের দায়িত্ব পালনের জন্য তিনি প্রশংসিত হয়েছেন ওয়ার্ডবাসীর কাছে।
এছাড়া মেম্বার না থাকা অবস্থায়ও মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন সব সময়।