হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুকুর থেকে গ্রেনেড উদ্ধার করা হযেছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামে আজিজুল ইসলামের পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ৪ যুবক ফুটবল নিয়ে ওই পুকুরে খেলতে নামে। খেলার এক পর্যায়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার (২১) পায়ে শক্ত একটি বস্তু লাগে। এরপর পানির নিচ থেকে সাব্বির বস্তুটি উপরে তুললে সেটি গ্রেনেড বলে দেখা যায়।
পরে স্থানীয়রা মাধবপুর থানাপুলিশকে খবর দিলে ওসি মো. রকিবুল ইসলাম খাঁন ঘটনাস্থলে যান।
তিনি বলেন- উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। তাদের পরামর্শে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।