ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি শনিবার দুপুরে মধ্যনগর বাজার থেকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
পুলিশ সুত্র জানায়,নারী ও শিশু নির্যাতন মোকাদ্দমা নং-২৬১/২০১৯দায়রা-৩২৬১/২৩,শ্রীপুর-১৪(৬)২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী- মালা আক্তার, স্বামী-আয়নাল হক, গ্রাম -চান্দালিপাড়া, মোঃ টিটু,পিতা-মোঃ আব্দুল গণি ওরফে মোঃকাছা মিয়া,গ্রাম টেপিরকোনা। আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জার ছিল এবং তারা আত্মগোপনে ছিল।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিবুর রহমান বলেন, আজ দুপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইজন ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।