ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসি কমিটির অভিষেক কোম্পানীগঞ্জ প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সভাপতি ও পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আবুবকর সিদ্দীককে ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষক ও কমিটি সদস্যরা।
সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার। সভায় বক্তব্য দেন, মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন। সভায় আরো বক্তব্য দেন নবগঠিত কমিটির সহ সভাপতি সায়েস্তা মিয়া (নওসাদ), সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষিকা মোছাম্মদ জোবেদা বেগম, বিদ্যুৎসাহী সদস্য মিজানুর রহমান রসিক, মোছা: শিউলি আক্তার রাফি, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান নোমান, আব্বাস আলী, বাহারুন নেছা, শিক্ষক প্রতিনিধি মমতাজ বেগম, ইউপি সদস্য দুলাল মিয়া দুলা। আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী শহীদ তালুকদার ও উদ্যোক্তা এবং শিক্ষানুরাগী এনাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: মামুনুর রশিদ রাসেল, শিক্ষক অমল কান্তি সরকার, সালমা আক্তার, হুসনেয়ারা আক্তার, কামরুন নেছা বেগম।