1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
তাহির পুরে শনির হাওরে বোরো ধান কেটে আনুষ্ঠানিক উদ্বোধন শাল্লায় শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেনের দোয়া ও প্রচার-প্রচারণা সাংবাদিক মাহতাবকে গ্রেফতারে নিন্দার ঝড় বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক রাজু আহমদ এর উপর হামলাকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহনের দাবী ধর্মপাশায় ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ফিলিস্তিনীদের উপর ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে উত্তাল সিলেট মহানগরী সিলেট কোতোওয়ালী মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের হাতে বাবা খুন সিলেটের হরিপুর বাজারের ইজারা বর্হিভুত অংশ দুইপাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক রাজু আহমদ এর উপর হামলাকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহনের দাবী

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক রাজু আহমদ এর হামলা ও প্রাণে হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল দুপুর ২ঘটিকার সময় বিশ্বম্ভরপুর বাজারে।

স্থানীয় সুত্র জানায়, গেল ২৪ ফেব্রুয়ারী বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় সুনামগঞ্জ জেলা বিএনপি। আহবায়ক হিসাবে বিএনপি নেতা মো: রাজু আহমদকে আহবায়ক হিসাবে নাম প্রকাশের পর থেকেই একটি চক্র নানানভাবে ক্ষতি করার চক্রান্তে লিপ্ত হয়। রাজু আহমদ আহবায়ক মনোনিত হওয়ার পর ভারত থেকে অবৈধপথে চোরাচালানী পণ্য বাংলাদেশে অবাধে প্রবেশে বাধার সৃষ্টি করেন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে চোরাচালান ও চাদাবাজী বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করেন। তার প্রেক্ষিতে দলের মধ্যে গাফটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী সরকারের সময় সুবিধাভোগীরা ক্ষেপে উঠে। যে কোন মুল্যে রাজু আহমদের মান সম্মান ও প্রান হানি ঘটানোর পরিকল্পনায় মেতে উঠে। তারই জের ধরে গেল ৫ এপ্রিল প্রকাশ্যে দিবালোকে বিশ্বম্ভরপুুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট ছবাব মিয়া, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সদস্য শফিক, আব্দুস ছাত্তার, আব্দুল হাই’র প্ররোচনায় যুগ্ম আহবায়ক উপজেলা যুবদলে আরিফ রব্বানী হিমেল, যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা গোলাপ মিয়া, একরাম হোসেন, আবু তালেব, সুহাঙ্গীর মেম্বার, কয়েছ আহমদ, তারেক আহমদ, কালাম মেম্বার, জহিরুল, নুর আলম সহ অজ্ঞাত কিছু উগ্রবাদী সদস্যরা অতর্কিত হামলা চালানোর চেস্টা করে। এ সময় স্থানীয় জনতা হামলাকারীদের বিতাড়িত করে রাজু আহমদকে প্রাণে রক্ষা করেন।

উপজেলা বিএনপি নেতা মনির আহমদ জানান, রাজু আহমদ আহবায়ক মনোনিত হওয়ার পর থেকে উপজেলার প্রতিটি গ্রাম ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। ৫ আগষ্টের পর আমাদের দলের কিছু অসৎ নেতাকর্মী ভারতীয় চোরাচালানসহ চাঁদাবাজীর সাথে জড়িয়ে পড়েন। বিশ্বম্ভরপুরে চাঁদাবাজীসহ চোরাচালান বন্ধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তা বন্ধ করায় ক্ষেপে উঠেন। রাজু আহমদের উপর হামলাকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।

এ ব্যাপারে সাবেক উপজেলা সভাপতি ও দক্ষিন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া জানান, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক রাজু আহমদ এর উপর হামলার বিষয়ে আমি কিছুই জানি না। তার উপর হামলার বিষয়টি তার ব্যক্তিগত বিষয়। এ ছাড়াও রাজু বিগত ১৫/১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধ আন্দোলন সংগ্রামে ছিল না। তাকে ত্যাগী নেতাকর্মীরা আহবায়ক হিসাবে গ্রহন করতে চাচ্ছে না।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক রাজু আহমদ জানান, গত ৫ এপ্রিল আমিসহ আমার দলের কিছু নেতাকর্মী একটি বিচার শালিসে গিয়েছিলাম। সেখান থেকে আসার পথে বিশ্বম্ভরপুর বাজারে পৌছানোর পর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট ছবাব মিয়া, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সদস্য শফিক, আব্দুস ছাত্তার, আব্দুল হাই’র প্ররোচনায় যুগ্ম আহবায়ক উপজেলা যুবদলে আরিফ রব্বানী হিমেল, যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা গোলাপ মিয়া, আকরাম হোসেন, আবু তালেব, সুহাঙ্গীর মেম্বার, কয়েছ আহমদ, তারেক আহমদ, কালাম মেম্বার, জহিরুল, নুর আলম সহ অজ্ঞাত কিছু উগ্রবাদী সদস্যরা আমিসহ আমার সাথে থাকা দলীয় নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানোর চেস্টা করে। স্থানীয় জনতার প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। আমি এ বিষয়ে জেলা ও কেন্দ্রীয় বিএনপি’র হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন