সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এনজিও সংস্থা সুশীলনের আয়োজনে শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে জনগণের জ্ঞান, মনোভাব, বিশ্বাস এবং অনুশীলন বিষয়ক এক গবেষণার তথ্য উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টায় বিশ্বম্ভর পুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা এনজিও সংস্থা সুশীলনের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশ্বম্ভরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন। সুশীলনের উপজেলা প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায়,, সুশীলন প্রকল্প সমন্বয়কারী মোঃ আলমগীর মিয়া প্রজেক্টরের মাধ্যমে শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন,। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার সুমন চন্দ্র বর্মন, চেয়ারম্যান বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক, উপজেলা প,প,কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপজেলা ভার্ড ম্যানেজার সাইদুল ইসলাম,জাহানারা বেগম প্রমুখ।