1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
দিরাইয়ে চলন্ত সিএনজিতে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই সিএনজি চালক আটক বিশ্বম্ভরপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু পাথর উত্তোলনে বাধা দেয়া কুপিয়ে গুরুতর জখম করেছে ফরিদ নামের এক কৃষককে সুনামগঞ্জের শাল্লা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ তীব্র খরায় ঝলসে গেছে বোরোর সবুজ পাতা সুনামগঞ্জের জামালগঞ্জে গভীর রাতে ডাকাত দলের হানা সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২ আব্দুস সামাদের মৃত্যুতে,সাবেক ছাত্র নেতা এডভোকেট ফজলুল হক এর শোক প্রকাশ সিলেটে ট্রাফিক পুলিশের সাহসিকতায় অস্ত্রসহ আটক ২ দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুস সামাদের মৃত্যু

বিশ্বম্ভরপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু পাথর উত্তোলনে বাধা দেয়া কুপিয়ে গুরুতর জখম করেছে ফরিদ নামের এক কৃষককে

Reporter Name
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীর তীরে ৩ ফসলি জমি বর্তমানে শিমক্ষেত থেকে অবৈধভাবে রাতের আধাঁরে বালু-পাথর খেকো সিন্ডিকেট চক্ররা ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলনে বাঁধা দেওয়ায় জমির মালিক কৃষক ফরিদ মিয়া (৩৮)কে প্রাণে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত ফরিদ মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গুরুত্বর আহত ফরিদ মিয়া ডলুরা কালীপুর গ্রামের মরহুম ধনু মিয়ার ছেলে। গুরুতর আহত ফরিদ মিয়াকে  প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটে সোমবার ডলুরা কালীপুর চলতি নদীর তীরে শিমক্ষেতের নিচে।

আহতের ভাই শাহজাহান মিয়া জানান, সোমবার সকালে আমার ভাই ফরিদ মিয়ার শিমক্ষেত থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনকারীদের বাঁধা দিলে একই গ্রামের ইছব আলীর হুকুমে তার ভাই মহর আলীর ছেলে মোহাম্মদ আলী ও ইকবাল হোসেন মিলে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধারালো কিরিছ দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভাইয়ের শারিরিক অবস্থা আশঙ্খাজনক হওয়ায় ডাক্তার তাকে ওসমানী মেডিকেলে পাঠিয়েছেন। আমার ভাইয়ের এখনও জ্ঞান ফিরেনি। অভিযুক্ত ইছব আলী জানান, আমি অসুস্থ বাড়িতে ছিলাম। মারামারির সময় ঘটনাস্থলে ছিলাম না। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানার এসআই তাজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো মোকলেছুর রহমান জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ফরিদ মিয়া নামের একজন কৃষক ওসমানী মেডিকেলে ভর্তি আছে। শুনেছি তার হাতের কব্জির রগ ডিসপ্লেস হয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন