বুধবার (৩০ আগস্ট) দুপুরে সাইবার পিটিশন মামলা নং-১৬০/২০২৩ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে (৬৮) একমাত্র এজহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া ওই মামলায় আরও দুই-তিন জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া আওয়ামী লীগের রাজনীতিতে সিলেট জেলা তথা সারা দেশে একটি পরিচিত মুখ। তিনি ২০১৯ সালে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসামি মুহিবুর রহমান বিভিন্ন জায়গায় এসএম নুনু মিয়ার বিরুদ্ধে নানাবিধ কুৎসা রটনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসামি মুহিবুর রহমান এস এম নুনু মিয়ার বিরুদ্ধে মিথ্যা নীতিভ্রষ্ট অসৎ উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য তার ফেসবুক আইডিতে প্রচার করেন। নুরুল হক মামলার সত্যতা স্বীকার করে বলেন, মামলাটি তদন্তের জন্য সিলেটের পিবিআই’র নিকট দেওয়া হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। মামলার বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান সুমন বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।