সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণার পর পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর ছাত্রদলের সদস্যসচিব মোবারক হোসেন তুহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম খেজরসহ ৫ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার এর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। এ সময় পদ-পদবী বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসনের সমর্থিত হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও বিএনপি নেতা আবিবুল বারী আয়হান গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে আবু হোরায়রা ছাদ মাস্টার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ জানান, আনন্দ মিছিল শেষে আমরা চলে আসার পর কিছু নেতাকর্মী পৌর পয়েন্টে ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে পদ-পদবী বঞ্চিতরা হামলা করেন। এতে আমাদের নেতাকর্মীরা আহত হন। বিএনপির অপর পক্ষের লুৎফুর রহমান চৌধুরী জানান, তৃণমূল বিএনপির নেতাকর্মীদের দাবি উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। আর আনন্দ মিছিলের নামে ব্যঙ্গ করায় হাতাহাতির ঘটনা ঘটেছে।