1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সামাদ উদ্দিন খান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে তাহিরপুর উপজলার চারটি গ্রামে দুই শতাধিক মুসল্লি। দিরাই-শাল্লার এডভোকেট শিশির মনিরের পক্ষ থেকে ১৪শ হতদরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার বিতরণ শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে জাফলং কোয়ারী থেকে পাথর লুটের ঘটনায় ৩১জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা র‌্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন দোয়ারাবাজারে উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৪’র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন-মিফতাহ্ সিদ্দিকী সিলেটের অনলাইন নিউজ পোর্টাল ‘সময় টিভি বাংলা’র ইফতার সম্পন্ন

বিএডিসির সেচপাম্প স্থাপনে অনিয়ম দূর্নীতি দ্বন্ধ সংঘাতের শংঙ্কা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিশ্বম্ভরপুরের ধরেরপাড়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্প স্থাপনে অনিয়ম দুর্নীতির অভিযোগ বিএডিসির সাবেক প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী(সেচ)সহ একটি চক্রের বিরুদ্ধে, সম্প্রতি বিএডিসিকে লিখিতভাবে জানানোর পরও প্রতিকার না পাওয়ায় দ্বন্ধ সংঘাতের শংঙ্কা দেখা দিয়েছে। অনিয়ম দুর্নীতির বিষয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে দালালের মাধ্যমে ২ লাখ টাকা ঘুষ নেওয়াসহ অন্যান্য অভিযোগের বিষয় উল্লেখ করে বিভিন্ন দপ্তরে অভিযোগও প্রেরণ করেছেন ভূক্তভোগীরা। জানা যায়, দালাল চক্রের সঙ্গে মিলে সেবা গ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সেচপাম্প স্থাপন করা হয়েছে মর্মে অভিযোগ সংঘবদ্ধ এ চক্রের বিরুদ্ধে। সূত্র জনায়, এ সেচ স্কিম বরাদ্দের জন্য স্থানীয় কৃষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেচপাম্প স্থাপনের জন্য পছন্দ করা হয় জায়গা। অতঃপর সেচপাম্প ব্যবস্থাপনা লাভজন, এমন তথ্য জানার পর স্থানীয় আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ও পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমদের অনুসারীদের নিয়ে তার সহায়তায় কর্মকর্তাদের ব্যক্তিগত পছন্দের কমিটিকে সেচস্কীম পরিচলার দায়িত্ব দিতে চাইলে, আপত্তি করেন জায়গার মালিকপক্ষ ও স্থানীয় প্রকৃত কৃষকগন। এরপর তৎকালীণ উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি সাদি উর রহিম জাদিদকে বিএডিসির সহকারী প্রকৌশলী (সেচ) মাহমুদুল হাসানের অনুরুধে ইউপি সদস্য স্বপন পালকে ৩য় পক্ষের লোক হিসেবে শাপলা সেচস্কীম কমিটির ম্যানেজার করে সেচপাম্প পরিচালনার দায়িত্ব দেন। অতচঃ জায়গার রেকর্ডীয় মালিক কুসুম বালা দেবী, ও চুক্তিমূলে মালিক আরোয়ার হোসেনের পূর্বানুমতি না নিয়েই জোড়পূর্বক ভূমিতে সেচপাম্প স্থাপন করে ভূগর্ভস্থ জমির নিচ থেকে পানি উঠিয়ে কৃষকদের জমিতে পানি পৌছাতে শুরু করেন। এরপর প্রশাসনিক ও রাজনৈতিক হুমকী ধামকীতে প্রতিবাদী কৃষকরা কোন প্রতিকার পাননি। সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর জায়গার মালিকপক্ষ বিএডিসি ও উপজেলা কর্মকর্তার কার্যালয়ে জমির মালিকপক্ষের এবং স্থানীয় প্রকৃত কৃষকদের সমন্বয়ে সমবায়ী পদ্ধতিতে গঠিত কমিটিকে সেচপাম্প পরিচালনার দায়িত্বপ্রদান ও ইতোপূর্বে জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সম্পাদন এবং অবৈধ উপায়ে সেচস্কীম ব্যবহারের বিচার দাবি করেন। এমন সংবাদ জেনে সাবেক সেচ ব্যবস্থাপনা কমিটির ম্যানেজার স্বপন পাল ম্যানেজার পদ থেকে পদত্যাগ করেন। এরপর বিএডিসি ও ইউএনও দপ্তরে স্থানীয় প্রকৃত কৃষকদের সমন্বয়ে সমবায়ী পদ্ধতিতে গঠিত কমিটিকে সেচপাম্প পরিচালনার জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিত কোন প্রকার শুনানী না করেই একতরফা ভাবে পুরোনো কমিটিকে সেচস্কীম পরিচালনার দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে পুনঃরায় ইউএনও এর কার্যালয়ে জায়গার মালিকানা চুক্তিপত্রে জাল জালিয়াতি বিষয়ে আবেন করলে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার অনুরুধ জানান। এ বিষয়ে বিএডিসির নির্বাহী প্রকৌশলী ঘুষ গ্রহনের বিষয়টি অস্বীকার করেন তবে পুরোনো কমিটিকে দায়িত্ব দেওয়া বিষয়ে কিছু বলতে চাননি। উপ সহকারী প্রকৌশলী সেচ হাসান মাহামুদ জানান, সেচপাম্প স্থাপনে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। বিষয় সর্ম্পকে কৃষক শংকর জানান, বিষয়টি এখানে সুরাহা না হলে দুদকের স্মরনাপন্ন হবেন। অপরদিকে জায়গার চুক্তিমূলে মালিক সেচস্কীম কমিটির (প্রস্তাবিত) ম্যানেজার আনোয়ার হোসেন জানান, জায়গার মালিকের অনুমতি ছাড়াই সেচপাম্প স্থাপন করা হয়েছে। আওয়ামীলীগ আমলে আওয়ামীলীগের পেটুয়া বাহিনী প্রকাশ্যে ও গুপনে থেকে কলনাটি নেড়ে প্রকৃতকৃষকদের ক্ষতিগ্রস্ত করেছে বর্তনে দ্বন্ধ সংঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন