হাওরাঞ্চলের কথা :: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক টিপু চৌধুরীর কাছে ঘুষ চাওয়ায় সুনামগঞ্জ দিরাই হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. সাজিদুল ইসলাম এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) বিমানবন্দর থানা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট এয়ারপোর্ট থানা শাখার সভাপতি এম এ এইচ ইমন এর সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ বাপ্পির পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক বাবু মনুরঞ্জন তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু সাইদ জালালী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী সাহেদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, সিলেট বিভাগীয় সহ সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক টিপু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি