বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি সদস্য মো. আজমল আলীর মাতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মো.আজমল আলীর মাতার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।