স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচনে সিলেটের বিজয়ী হয়েছেন দুইজন।
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪ -২০২৬ মেয়াদে সিলেট বিভাগীয় শাখা কমিটির নির্বাচনে সিলেট সম্মিলিত আইটি ব্যবসায়ী ফোরাম এর পূর্ণ প্যানেলে ৭জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।গত বুধবার (৩ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনটির কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হয়।
সিলেট বিভাগীয় শাখার কমিটির মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গ্লোবাল ট্রেড করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মছনুল করিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান জিয়নলিংক এর স্বত্ত্বাধিকারী মো: সুলাইমান আহসান তানভীর, সাধারণ সম্পাদক হাই-ফাই কম্পিউটার এর সিইও মো: ইয়াহইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্লাটোনিক জোন এর স্বত্ত্বাধিকারী মো: ইয়াহইয়া খালেদ, ট্রেজারার আইকন কম্পিউটার ইন্সটিটিউট এর পরিচালক মালেক আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য হাই-টেক কম্পিউটার এর ম্যানেজিং পার্টনার মোতাহির উল্লাহ ও চীফ টেকনোলজি এর সত্ত্বাধিকারী ইয়াসিন কবির নির্বাচিত
হয়েছেন।