স্টাফ রিপোর্টার
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেটে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদ পরিবেশনে নয়া দিগন্ত সত্য ও বস্তূনিষ্ঠতার মধ্য দিয়ে যাত্রা শুরু করে দীর্ঘ ২০ বছর পার করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেই দিগন্ত ছিল মেঘাচ্ছন্ন। বার বার বাধাগ্রস্ত হয়েছে পথচলা। তবুও থেমে যায়নি পত্রিকাটি। বরং পাঠক প্রিয়তায় অনন্য উচ্চতায় আসীন হয়েছে। দৈনিক নয়া দিগন্তের নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনন্য। জাতির দৃষ্টি কেড়েছে বার বার।
রোববার (২৭ অক্টোবর) সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার। অনুভুতি ব্যক্ত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর জামায়াতের আমির মো: ফখরুল ইসলাম, বিএনপি নেতা সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের এ্যানেসথেশিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. মো: হেলাল উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) মো: শাহরীয়ার আলম, আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন সিলেটে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এম এ মজিদ, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নাবিল চৌধুরী, শহীদুল ইসলাম, রেজওয়ান আহমদ, সিলেট লেখিকা সঙ্ঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী, বিশিষ্ট কবি রওশন আরা বাঁশি, শিক্ষিকা আফিয়া সুলতানা, কবি লিপি খান, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও গ্লোবাল টিভির সিলেট ব্যুরো প্রধান মাহতাব উদ্দিন তালুকদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, নয়া দিগন্তের ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান, উপন্যাসিক মোয়াজ আফসার পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজু আহমদ, সাংবাদিক আবদুল ওয়াহিদ চৌধুরীসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।