স্টাফ রিপোর্টার :: সিলেটে এসএ টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় এসএ পরিবহনের মিলনায়তনে কেক কেটে ও আলোচনার মাধ্যমে ১১তম জন্ম দিন পালন করা হয়। এসএ টিভি প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন মোহনা টিভি সিলেটের ব্যুরো প্রধান আব্দুল আওয়াল চৌধুরী শিপার, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, এসএ পরিবহনের বিভাগীয় ম্যানেজার শাহ আলম, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, কার্যকরী সদস্য শাহীন আহমদ, অনলাইন নিউজ পোর্টাল ভাটিবাংলা’র সম্পাদক এমএ ওয়াহিদ, দিরাই সার্চ মানবাধিকার সোসাইটির সভাপতি হোসাইন আহমদ শরিফ, সাংবাদিক উৎপল বড়ুয়া, সাংবাদিক ফয়সল আহমদ, সাংবাদিক বাপ্পি চৌধুরী, সাংবাদিক তুষার চৌধুরী, মোহন আহমদ, ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ, সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।