সিলেট মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক ফয়সল আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম্মার শাহী ঈদগাহ গেইটের সামনে শাহী ঈদগাহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুর নূরের সভাপতিত্বে ও শাকের আহমদ এবং এমএস সুমনের যৌথ পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির উপদেষ্ঠা কামরুল হাসান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, সহ-সভাপতি জিয়া উদ্দিন চৌধুরী লিটন, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহেলুর রহমান শিপন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।
এসময় বক্তারা, স্বৈরাচারী শেখ হাসিনার বিরোধী দলের নেতাকর্মীদের উপর বিগত সময় চরম নির্যাতন নিপীড়ন করেছে। তারা ধারাবাহিকতা ষড়যন্ত্র মূলক ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটকে রাখা হয়েছে মহানগর ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক ফয়সল আহমদকে। ছাত্র-জনতার আন্দোলনে দেশ আবারও স্বাধীন হলেও স্বৈরাচারের দোসররা এখনোও বিভিন্ন ষড়যন্ত্র করে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে কারাগারে বন্দি রেখেছে। অবিলম্বে ফয়সল আহমদসহ ষড়যন্ত্র মূলক মামলা কারাগারে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি প্রদানের জন্য আমরা জোর দাবী জানাচ্ছি। অন্যতায় আমরা এলাকাবাসী মিলে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
শাহ হাফিজ আহমদের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওলিউর রহমান ড্যানি, সাবেক ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক শাহ সাইদুর রহমান হিরু, মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু কয়সর, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ, মহানগর বিএনপির সহ-নির্বর বিষয়ক সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, শাহেদ সিরাজী, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন আহমদ, সুমন আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, স্বপন আহমদ, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজিম আহমদ, দিপক আহমদ, নাহিদ আহমদ মন্টি, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াসিন আহমদ মোল্লা, সুজন আহমদ, টিটু আহমদ, জুয়েল আহমদ, সুজন আহমদ, পারভেজ আহমদ প্রমুখ