1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বেপরোয়া বালু সিন্ডিকেট: ঝুঁকিতে ধলাই সেতু সৎ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমাকে সহযোগিতা করুন— এড. শিশির মনির ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালগঞ্জে যুবদের নিয়ে দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ঢগায়: ছাতকে সুনাই নদীর বালু উত্তোলনে আ’লীগ সিন্ডিকেট চক্র! দৈনিক ইনফো বাংলা ৯ম বছরে পদার্পন উপলক্ষ্যে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম করা সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল গ্রেপ্তার সিলেটে বীমা কর্মকর্তা ও সমাজসেবক বদরুজ্জামানের উপর হামলা: স্ত্রীকে শ্লিলতাহানীর অভিযোগ ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গ্রেপ্তার গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবেঃকয়েস লোদী

প্রশাসনের নাকের ঢগায়: ছাতকে সুনাই নদীর বালু উত্তোলনে আ’লীগ সিন্ডিকেট চক্র!

Reporter Name
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলা প্রশাসনের নাকের ঢগায় ইজারাবিহীন সুনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে আওয়ামীলীগের সিন্ডিকেট চক্রের সদস্যরা। প্রকাশ্যে লিষ্টার চালিয়ে বালু উত্তোলন করছে এবং প্রতিরাতে শত শত ট্রাক ভর্তি বালু পাচার করছে। ৫ আগষ্টে সরকার পতনের পরও থেমে নেই সুনাই নদী থেকে অবৈধভাবে বালু লুটের ঘটনা।  অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়ছে নদীর দুই তীরের শত শত ঘর বাড়ী শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমি। অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটতে পারে বলে স্থানীয়রা জানায়।

সরজমিন ঘুরে জানা যায়, শারফিন বাজার, ছনবাড়ী বাজার ও নোয়াকুট বিজিবি ক্যাম্পসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে। নদীর দুই তীরের মাটি ধ্বসে যাচ্ছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার খোকন ও বিএনপি’ নেতা রফিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ নিয়ে মামলা মোকদ্দমাও হয়। সারা দেশে আওয়ামীলীগের সন্ত্রাসীরা পালিয়ে গেলেও বহাল তবিয়তে খনিজ সম্পদ বালু লুট করছে আব্দুল জব্বার খোকন, এবায়দুল্লাহ, আছদ্দর আলী, মাহুফুজ, মনিরুজ্জামান সান্ডুল এর নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্রের সদস্যরা । প্রতি রাতে শত শত ট্রাক ও ট্রলি ক্ষতিগ্রস্থ হচ্ছে দুই তীরের সাধারন মানুষের ঘরবাড়ী ও ফসলী জমি। স্থানীয়রা জানান, ইজারাবিহীন সুনাই নদী থেকে অবাধে বালু লুটের সাথে সরাসরি আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার খোকন, এবায়দুল্লাহ, আছদ্দর আলী, মাহফুজ খা, মনিরুজ্জামান সান্ডুল প্রতিটি ট্রাক ও ট্রলি থেকে ১ হাজার টাকার করে আদায় করছেন এবং ছাতক থানার পুলিশের নাম ভাঙ্গিয়ে বেপরোয়াভাবে চাঁদাবাজী চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গাঙপাড় নোয়াকুট গ্রামের কৃষক জানান, প্রতি রাতে শত শত বালু ভর্তি ট্রাকের কারণে শান্তিতে ঘুমাতে পারছি না। দিন দুপুরে প্রকাশ্যে লিষ্টার মেশিন লাগিয়ে বালু সংগ্রহ করে এবং রাত ৮টার পর থেকেই বালু পরিবহন শুরু গভীর রাত পর্যন্ত চলে। ছাতক থানা পুলিশকে জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছে না। ছাতক থানার দুই  দারোগা জড়িত থাকায় বালু সিন্ডিকেট চক্র অবাধে বালু বিক্রি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না।  তাদের অনৈতিক কাজের প্রতিবাদ করলে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানোর হুমকি দেয়। ইজারাবিহীন সুনাই নদী থেকে কেউ যাতে বালু বিক্রি বন্ধ করতে পুলিশি টহল জোরদার করার দাবী জানান।

বাহাদুর ভৈষাকান্তি গ্রামের বাসিন্দারা জানান, প্রতি রাতে প্রকাশ্যে বালু বিক্রির কারণে তাদের ঘরবাড়ী ও জমি জমা হুমকির মুখে পড়েছে এবং শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশুনা করতে পারছে না। পরিবেশের মারাত্মক দুষণ সৃষ্টি করছে। ট্রাক ও ট্রলি অবাধে পরিবহনের কারণে সরকারী রাজস্ব হারাচ্ছে এবং মানুষের ঘরবাড়ীতে কাপড় ছোপড় নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে থানার থানার এসআই আব্দুল সাত্তার জানান, ছাতক থানা থেকে ছনবাড়ী গাংপাড় নোয়াকুট এলাকা অনেক দুরে। সড়ক যোগাযোগ নেই বললেই চলে। বালু লুটের সাথে পুলিশের কোন সম্পর্ক নেই। বালু লুটের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান জোরদার করা হচ্ছে।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, আমি ছাতক থানায় নতুন এসেছি। বালু লুটের সাথে আমার থানার কোন পুলিশ সদস্য জড়িত থাকার প্রমান পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে সুনাই নদী থেকে আওয়ামীলীগের কিছু নেতা বালু লুট করছে বলে শুনেছি। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন