শুক্রবার (২৮ফেব্রুয়ারী) জুময়ার নামাজের পর উপজেলা সদরে থানা মসজিদে থেকেস্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শাল্লা উপজেলার জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের পরিচালনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল খায়েরের সভাপতিত্ব করেন,।বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি ও সিলেট জালালাবাদ থানা জাময়াতের সেক্রেটারি ‘ জুনাইদ আল হাবিব। আর বক্তব্য রাখেন শাল্লা থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবুল কাসেম,। বাহারা ইউনিয়ন জামায়তের সভাপতি মাাও রফিকুল ইসলামশ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি আতাউর রহমান,আটগাও ইউনিয়ন জামায়তের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম সংযত রাখুন। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে। রোজাদারদের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না। সরকারের উদ্দেশ্যে বলেন,মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ । এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয় ।