1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় ছিল : খন্দকার মুক্তাদির প্রবাসীরা আমাদের দেশের অমূল্য সম্পদ : এম এ মালিক নির্বাচন যত দেরী হবে দেশ তত পিছিয়ে যাবে- সিলেটে মির্জা ফখরুল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা চাই- জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভোক্ত দুইজন আসামি গ্রেপ্তার মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় কাপড়সহ একজন গ্রেপ্তার অস্ত্র-বিস্ফোরক ও সাইবার মামলার আসামী প্রতারক মামুনকে গ্রেফতারে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিলেটে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যবসায়ী ও সাংবাদিক কাওছার জামিনে মুক্ত : তদন্ত কমিটি গঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ওপেন কনসার্ট ‘চ্যাপ্টার অব ইউনিয়ন’ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

নর্থ ইস্ট ইউনিভার্সিটিবাংলাদেশ (এনইইউবি) এর ব্যান্ডদল‘কসমিক- রে’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে’ চ্যাপ্টার অবইউনিয়ন’ শিরোনামের ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে মনোজ্ঞএ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসরডা. রনজিত কুমার দে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুরজাহান কাকলি, ডিরেক্টর ফাইন্যান্স অশোক রঞ্জন চৌধুরী। বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেনশাহাদাত হোসেন পারভেজ, সামি হাসান জানা, খাদেম মোহাম্মদ আসিফুজ্জামান, রাজশ্রী প্রোজ্জ্বল তালুকদার। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রনজিত কুমার দে ‘কসমিক রে’ এর গৌরবোজ্জ্বল অতীত নিয়ে স্মৃতি চারণকরে বলেন, বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত কসমিক রেব্যান্ড মিউজিকক্লাবটি লেখাপড়ার পাশাপাশি সংগীত চর্চা চালিয়ে আসছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এই ধরনের ক্লাবের প্রয়োজনীয়তা অপরিসীম উল্লেখ করে তিনিব লেন, ক্লাব এক্টিভিটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও শেশাদার শিল্পি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে।কসমিক-রেক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো.আমির হোসেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রোগ্রামের বিভিন্ন স্পন্সরপ্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করেন। উক্ত অনুষ্ঠানটি বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটার পরও চলমান ছিল।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের কো-স্পনসর ছিল ইছমাইল এন্টারপ্রাইজ।ফুড ও অন্যান্য স্পন্সরছিল এফসি হাট, চিকেনহাট, ও অ্যাডভার্টাইজহাইপ। পুরো প্রোগ্রামজুড়ে কসমিক-রেব্যান্ডমিউজিকক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রিয়াজ মোর্শেদ সুরিদ, মাযহার বিন-আযহার, সবরুল করিম চৌধুরী ও বর্তমান প্রেসিডেন্টন য়ন তালুকদার রনি উপস্থিত ছিলেন।

কসমিক রেছাড়াও উক্ত প্রোগ্রামেরাই-নেক ও দ্যা সেশনপ্রজেক্ট সংগীতপরিবেশনকরে। কসমিক-রে এর হয়ে সংগীত পরিবেশন করেন নয়ন তালুকদার রনি, অনিক সরকার, দীপ সেন, অম্লান চৌধুরী, কৌশিক আচার্জী, পূর্ণিমা, রুদ্র, ও চন্দ্রিমা।

বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা লিয়াকত শাহ ফরিদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন