স্টাফ রিপোর্টার:
নর্থ ইস্ট ইউনিভার্সিটিবাংলাদেশ (এনইইউবি) এর ব্যান্ডদল‘কসমিক- রে’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে’ চ্যাপ্টার অবইউনিয়ন’ শিরোনামের ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে মনোজ্ঞএ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসরডা. রনজিত কুমার দে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুরজাহান কাকলি, ডিরেক্টর ফাইন্যান্স অশোক রঞ্জন চৌধুরী। বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেনশাহাদাত হোসেন পারভেজ, সামি হাসান জানা, খাদেম মোহাম্মদ আসিফুজ্জামান, রাজশ্রী প্রোজ্জ্বল তালুকদার। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রনজিত কুমার দে ‘কসমিক রে’ এর গৌরবোজ্জ্বল অতীত নিয়ে স্মৃতি চারণকরে বলেন, বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত কসমিক রেব্যান্ড মিউজিকক্লাবটি লেখাপড়ার পাশাপাশি সংগীত চর্চা চালিয়ে আসছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এই ধরনের ক্লাবের প্রয়োজনীয়তা অপরিসীম উল্লেখ করে তিনিব লেন, ক্লাব এক্টিভিটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও শেশাদার শিল্পি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে।কসমিক-রেক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো.আমির হোসেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রোগ্রামের বিভিন্ন স্পন্সরপ্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করেন। উক্ত অনুষ্ঠানটি বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটার পরও চলমান ছিল।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের কো-স্পনসর ছিল ইছমাইল এন্টারপ্রাইজ।ফুড ও অন্যান্য স্পন্সরছিল এফসি হাট, চিকেনহাট, ও অ্যাডভার্টাইজহাইপ। পুরো প্রোগ্রামজুড়ে কসমিক-রেব্যান্ডমিউজিকক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রিয়াজ মোর্শেদ সুরিদ, মাযহার বিন-আযহার, সবরুল করিম চৌধুরী ও বর্তমান প্রেসিডেন্টন য়ন তালুকদার রনি উপস্থিত ছিলেন।
কসমিক রেছাড়াও উক্ত প্রোগ্রামেরাই-নেক ও দ্যা সেশনপ্রজেক্ট সংগীতপরিবেশনকরে। কসমিক-রে এর হয়ে সংগীত পরিবেশন করেন নয়ন তালুকদার রনি, অনিক সরকার, দীপ সেন, অম্লান চৌধুরী, কৌশিক আচার্জী, পূর্ণিমা, রুদ্র, ও চন্দ্রিমা।
বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা লিয়াকত শাহ ফরিদী।