1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

নতুন বছরকে স্বাগত জানিয়ে সিলেটে মঙ্গল শোভাযাত্রা-চলছে বর্ষবরণ

Reporter Name
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

হাওরাঞ্চলের কথা :: পয়লা বৈশাখ ১৪৩০ বাঙলা। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আরেক বছরে পর্দাপণ করেছে বাঙালি। নতুন বছর শুরুর এ দিনটি বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ১৪৩০ বাঙালির নতুন বছরকে স্বাগত জানিয়ে আলোকে ধরে রাখার প্রত্যাশায় সিলেটে মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।

শোভাযাত্রা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এমপি। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন শোভাযাত্রায়।

শোভাযাত্রায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে বাঙলা নতুন বছরকে উদযাপন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন