ওরাঞ্চলের কথা :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর মানিকপীরস্থ শায়খ আব্দুল্লাহ হরীপুরী (রহ.) তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণ করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, হায়দার আহমদ হারুন, মো. আবির আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা রজব আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল, সিপন মিয়া, জুয়েল আহমেদ, জেবুল আহমেদ, শামিম লস্কর, বাচ্চু উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি