হাওরাঞ্চলের কথা :: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালক আমিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় স্ত্রী হেলেন বেগম বাদী হয়ে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা দেড়টার দিকে হত্যা মামলা দায়ের করেন তিনি।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ মামলার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, নিহত চালকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। এতে আলমগীর হোসেন (৩৫) কে একমাত্র আসামি করা হয়ে হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
আলমগীরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে। বেশ কিছুদিন ধরে তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।
নিহত আমিরুল ইসলামের (৩৪) বাড়ি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁওয়ে। ওই গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে তিনি। তবে আমিরুল জালালাবাদের টুকেরবাজার এলাকার ঘোপাল গ্রামে বসবাস করছিলেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনে একজনের গাড়ির সাথে আরেকজনের গাড়ি লেগে যাওয়া নিয়ে আমিরুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় আমিরুলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন আলমগীর। এতে অজ্ঞান হয়ে পড়েন আমিরুল। মারামারির খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে অজ্ঞান আমিরুলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই জনতা আলমগীরকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।