সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের লংকা পাথারিয়া গ্রামে শশুর বাড়ি বেড়াতে এসে সৌরভ (১৯) নামের এক জামাই এর মৃত্যু। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ লাশ উদ্ধার করে ধর্মপাশা থানার পুলিশ। সৌরভের বাড়ি সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামে। সে সাজ্জাত মিয়ার ছেলে। গত কিছুদিন ধরে সৌরভের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত শনিবার রাতে সৌরভ তার শশুর বাড়িতে স্ত্রী মাহিনুর (১৮) কাছে যায়। রাতে খাওয়া দাওয়ার পড়ে সৌরভ তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। শেষ রাতে তার স্ত্রী দেকতে পায় সৌরভ ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলে আছে। এ সময় সৌরভের স্ত্রীর চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে পুলিশেকে খবর দেয়। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ব্যাপারে কারও অভিযোগ নাই। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।