1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সামাদ উদ্দিন খান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে তাহিরপুর উপজলার চারটি গ্রামে দুই শতাধিক মুসল্লি। দিরাই-শাল্লার এডভোকেট শিশির মনিরের পক্ষ থেকে ১৪শ হতদরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার বিতরণ শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে জাফলং কোয়ারী থেকে পাথর লুটের ঘটনায় ৩১জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা র‌্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন দোয়ারাবাজারে উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৪’র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন-মিফতাহ্ সিদ্দিকী সিলেটের অনলাইন নিউজ পোর্টাল ‘সময় টিভি বাংলা’র ইফতার সম্পন্ন

ধর্মপাশা ও মধ্যনগরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী সরিষা আবাদ ফলন বাম্পার

ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলার মাঠগুলোতে হলুদের সমারোহ। সরকারি প্রণোদনা পেয়ে এই দুই উপজেলায় অধিক পরিমাণ জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। সরিষা চাষে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমের শুরুতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারনে জমি থেকে পানি দেরীতে নামায় সরিষার বীজ বপনে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে সরকারে কৃষি বিভাগের পরামর্শ ও প্রণোদনা কৃষকদেরকে এ প্রতিকূলতা কাটিয়ে পূর্ণোদ্যমে সরিষার চাষবাস করতে  উৎসাহিত করায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সরিষার চাষ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় , ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় এবার প্রায় ১৮০০ একর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। চলতি মৌসুমে কৃষি বিভাগ ১৭১৭ একর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। পরে সরকারি প্রণোদনা ও বিভিন্ন প্রদর্শনীর ফলে তা বৃদ্ধি পেয়ে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ একর বেশী জমিতে সরিষার চাষাবাদ হয়েছে।   সূত্র আরও জানায়, চলতি বছর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সরিষা উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে প্রায় ১০০০ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়ছে, এবছর সরিষা চাষে সরকারি প্রণোদনা পেয়েছেন দুই উপজেলার ১২০০ জন কৃষক। তাদেরকে জনপ্রতি প্রিমিয়াম কোয়ালিটির ১কেজি বীজ,ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে দেওয়া হয়েছে। স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর উন্নত ও উচ্চফলনশীল সরিষার জাতগুলোর মধ্যে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বিনা সরিষা ১১,বিনা সরিষা ০৯  জাতের সরিষার চাষাবাদ হয়েছে বেশী। এছাড়া দেশীয় জাত টরী ৭ এর আবাদও করেছেন কিছু কৃষক। ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা কৃষি কর্মকর্তা( অতিরিক্ত দ্বায়িত্ব)  আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, সরিষা চাষ একটি লাভজনক আবাদ। সরিষা চাষাবাদে খরচ হয় কম, সেচ ও সার লাগে অত্যান্ত কম। সরিষা পাতা উৎকৃষ্ট জৈব সার হিসেবে জমিতে ব্যবহার হয়। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকে। সরিষা কেটে কৃষকরা ইরি বোরো ধানও উৎপাদন করতে পারবে, মির্জাপুর গ্রামের কৃষক শাহা আলম মধু উৎপাদনের জন্য ১০০ টি মৌ বক্স স্থাপন করেছেন সরিষা খেতে। তিনি ১৫০০ কেজি মধু উৎপাদনের আশা করছেন। আবহাওয়া অনুকুলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন