ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ৫ আগস্ট ২০২৪ ইং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী ৮ আগস্ট ২০২৪ ইং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট ২০২৪ ইং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৪ উপলক্ষে প্রস্ততিমূকল সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ মুরাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহমুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাল মাসুদ তুষার, উপজেলা হাসপাতালে স্ব্যাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ শাজাহান , উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল মোতালিব, মহিলা বিষয়ক অফিসার ফাহিমা কানম, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, ধর্মপাশা সোনালি ব্যাংক ম্যানেজার মোঃ সাদি খান, বিআরডিবি অফিসার শ্যামল দত্ত, সাংবাদিক চয়ন কান্তি দাস, এনজিও প্রতিনিধি সুমন রোরাম, মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
তাছাড়া মুক্তি যুদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ফয়ার সার্ভিস প্রতিনিধি, মৎস্যজীবি, সুসীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।